Breaking
23 Dec 2024, Mon

জি টি রোডে গুলি কাণ্ডে ধৃতকে পেশ করা হল আদালতে

পাণ্ডুয়ার জি টি রোডে গুলি কাণ্ডে ধৃত বিশাল সিংকে চুঁচুড়া আদালতে পেশ। বাকি অধরা পলাতক তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি হুগলী গ্রামীণ পুলিশের। প্রসঙ্গত প্রশাসন সূত্রে জানা গেছে ধৃত বিশাল সিং বিহারের আরা জেলার উদয়ভানপুরের বাসিন্দা। কি কারণে এই খুন? গাড়ী ছিনতাই না অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সাতসকালে পাণ্ডুয়া র বৈচিতে জি টি রোডে প্রকাশ্য দিবালোকে চলে গুলি আর তাতেই মৃত্যু হয় বর্ধমানের রায়ান ১নং পঞ্চায়েতের নাড়ি পূর্ব পাড়ার উদয়ন বিশ্বাস এর।

Developed by