Breaking
23 Dec 2024, Mon

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল ন্যাশনাল কাউন্সিল ফর আনত্রডেড স্কুল অর্গানাইজেশন এর পক্ষ থেকে

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস নদীয়া ।আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই উপলক্ষে নদীয়ার কৃষ্ণগঞ্জের ন্যাশনাল কাউন্সিল ফর আনত্রডেড স্কুল অর্গানাইজেশন এর পক্ষ থেকে একটি বিশাল ট্যাবলো সহ শোভাযাত্রা বের হয় । এই শোভাযাত্রায় কৃষ্ণগঞ্জ ব্লকের মোট ১০ টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করে । এই ট্যাবল মাজদিয়া বাজার থেকে কৃষ্ণগঞ্জ থানা পর্যন্ত যায় । এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান অসংখ্য মানুষ । পতাকা উত্তোলন করলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি । উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি নির্মল রায় । উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জের বিদ্যালয় শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিরা ।

Developed by