Breaking
23 Dec 2024, Mon

বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের ১৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্ব-সহায়ক দলের মহিলাদের প্রদান করা হলো লোন

ঝাড়গ্রাম:- মাত্র ৪৮ টাকা জমা দিয়েছিল ইন্সুরেন্স বাবদ ব্যাংকে । তারপরেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গ্রাহকের । ব্যাংকের ১৭ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দু’লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়া হল পথ দুর্ঘটনায় মৃত ব্যাংকের গ্রাহকের পরিবারের হাতে । মঙ্গলবার বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের ১৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সেবায়তন শাখায় । ১৭ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকে এদিন ১৭ টি নতুন সেভিংস একাউন্ট খোলা হয়। ১৭টি অটল পেনশন যোজনার চালু করা হয়। ১৭টি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং ১৭টি প্রধানমন্ত্রীর জীবনজ্যোতি যোজনা চালু করা হয় । ২০০৭ সালে মল্লভূমি ব্যাংক নামে পথ চলা শুরু করেছিল এই ব্যাংক । মূলত গ্রামের সাধারণ মানুষকে ব্যাংকের আয়তায় নিয়ে আসার লক্ষ্যেই শুরু হয়েছিল এই ব্যাংক । পরবর্তীকালে নাম পরিবর্তন করে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক হয় ।

এদিন ব্যাংকের মধ্যে কেক কেটে ১৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার পাশাপাশি ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হয় এবং ব্যাংকে আরো কিভাবে উন্নত করা যায় সেই প্রসঙ্গে ব্যাংকের গ্রাহকদের মতামত গ্রহণ করে ব্যাংক । ব্যাংকের ম্যানেজার নরেশ মাহাতো জানান, এলেম চন্দ্র মাহাতো নামের এক ব্যক্তি প্রতিবছর ১২ টাকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রকল্প চালু করেছিলেন । তিনি মাত্র চারটি কিস্তি ৪৮ টাকা জমা করেছিলেন। গত বছরই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির । আজ ব্যাংকের পক্ষ থেকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এলেম চন্দ্র মাহাতর স্ত্রী লক্ষী মাহাত হাতে তুলে দেওয়া হয় । লক্ষী মাহাত বলেন, “ক্ষতিপূরণের টাকা পেয়ে খুবই ভালো লাগছে । আমাকে কিছুই করতে হয়নি ব্যাংক তাদের দায়িত্ব নিয়ে আমার হাতে টাকা তুলে দিল । এই টাকা দিয়ে আমি আমার ছেলেমেয়েদের পড়াশুনা চালিয়ে যেতে পারবো”। এছাড়াও এলাকার স্ব-সহায়ক দলের মহিলাদের হাতে ব্যবসা করার জন্য লোন তুলে দেওয়া হয় এবং এলাকার যুবকদেরও ব্যবসা করার জন্য লোন প্রদান করে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক । মাটিহানা গীতাঞ্জলি স্ব-সহায়ক দলের সদস্য খুললোনা মাহাত বলেন, “এই ব্যাঙ্ক সবসময় আমাদের পাশে রয়েছে । সহজ সরল ভাবেই আমাদেরকে লোন প্রদান করে । যার ফলে আমরা ব্যবসা করে স্বনির্ভর হতে পারছি “। ব্যাংকের ম্যানেজার নরেশ মাহাতো বলেন,”আজ ব্যাংকের ১৭ তম প্রতিষ্ঠা দিবস কেক কেটে উদযাপন করা হলো এর পাশাপাশি ব্যাংকের প্রতিটি পরিষেবা ১৭ জনকে তুলে দেওয়া হয়েছে । এছাড়াও ব্যাংকে আরো কিভাবে উন্নত করা যায় সেই প্রসঙ্গে গ্রাহকদের কাছে মতামত সংগ্রহ করা হয়েছে” ।

Developed by