Breaking
23 Dec 2024, Mon

পাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল মা ও শিশু

পূর্ব মেদিনীপুর:- পাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল মা ও শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়াতে। আর এই ঘটনার পর সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে চলছে পুলিশের টহলদারি। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গেছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র। পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় শিশুটি। অবাক মা জিনিসটি ফেলে দিতে বলে। নরম হাতে মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছোট্ট শিশু। তখনই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন মা ও ছোট্ট শিশু। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

Developed by