Breaking
23 Dec 2024, Mon

আলু সহ সমস্ত কৃষিজাত পণ্যের সহায়ক মূল্যের দাবীতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ

বাঁকুড়া:- আলু সহ অন্যান্য কৃষিজাত পন্যের ন্যুনতম সহায়ক মূল্যের দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে আছড়ে পড়ল কৃষক ও ক্ষেতমজুরদের বিক্ষোভ। আজ সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের ব্যানারে কৃষক ও ক্ষেতমজুররা মিছিল করে জেলা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবী চলতি বছর আবহাওয়ার কারনে জেলা জুড়ে আলুর উৎপাদন খুব ভালো হয়েছে। কিন্তু আলু ওঠার এই মরসুমে আলুর দাম কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর জেরে আলু চাষিদের মাথায় হাত। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আলুর ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণা না করলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষিদের। অবিলম্বে সেই সহায়ক মূল্য ঘোষণা ছাড়াও এদিনের আন্দোলনকারীরা বাঁকুড়ার মতো খরাপ্রবণ জেলায় স্থায়ী সেচের ব্যবস্থা করা, সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি রোধ ও জবকার্ড ধারীদের বছরে কমপক্ষে দুশো দিন কাজের দাবী তোলেন। দাবী পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষক ও ক্ষেতমজুররা।

Developed by