নদিয়া: নদীয়ার তীর্থ নগরী নবদ্বীপে ষাটোর্ধ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এদিন মধ্যরাতে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাট রোডে। সূত্রের খবর রাহুল রায় বয়স ২৭ নামে এক যুবক শনিবার রাতে ভিক্ষুক বৃদ্ধাকে ধর্ষণ করে। আজ সকালে বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে বৃদ্ধা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধার এক ধর্ম সন্তানের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ রাহুলকে গ্রেফতার করে। সূত্রের খবর ধৃত রাহুল এলাকায় বকাটে ছেলে হিসেবে পরিচিত। অন্যদিকে ষাটোর্ধ বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করে এবং শ্রীবাস অঙ্গন ঘাট এলাকার একটি বারান্দায় তিনি বসবাস করেন। ইতিমধ্যেই ধৃত রাহুল রায় কে গ্রেফতার করে নবদ্বীপ আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষানু রায় বলেন, নবদ্বীপে এক বৃদ্ধা মহিলারকে ধর্ষণ করার অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বৃদ্ধাকে চিকিৎসার জন্য এবং বিভিন্ন রকম পরীক্ষার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কোটে তোলা হয়েছে। সমস্ত রকম বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।