Breaking
23 Dec 2024, Mon

জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজন

ঝাড়গ্রাম: জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজন । জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানার অন্তর্গত বাঁকশোল এলাকার রবিবার বিকেল সাড়ে পাঁচটার সময় ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি বড় লরি আলু বস্তা বোঝায় একটি বাইককে ধাক্কা মারে । যার জেরে বাইকের কিছু অংশ ভেঙে যায় । তারপরই শুরু হয় তুমুল গন্ডগোল । অভিযোগ, এই ঘটনার জেরে গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় । তারপর কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক বাঁকশোল গ্রামের মোড়ে অবরোধ করে স্থানীয় বহু গ্রামবাসী । অবরোধের জেরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে বহু দূর পাল্লার পণ্যবাহী লরি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা । ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলে পুলিশ । আবরোধ তুলতে বলার জন্য পুলিশকে মারধর এবং ইট , পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ । এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে ৬ নম্বর জাতীয় সড়কে । এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বাঁকশোল গ্রামের বাসিন্দা মিলন খিলাড়ি এবং খয়েরবনি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতো ,ঝন্টু মাহাতো , আনন্দময় মাহাতোকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, আনন্দময় মাহাতো বিজেপির দখলে থাকা পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবনি সংসদের বিজেপির পঞ্চায়েত । ঝাড়গ্রাম থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে 143,283,332,353,325,307,34 এবং 9,WBMPO , 8B জাতীয় সড়ক অবরোধ এই ধারায় মামলা রুজু করে সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে ।সরকারি আইনজীবী অনিল মন্ডল বলেন, “ঘটনার তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন” ।

Developed by