Breaking
23 Dec 2024, Mon

আলু চাষে ক্ষতির মুখে এলাকার চাষীরা!

পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানকে শস্য শ্যামলা ধানের গোলা বলা হয়। এই পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান এলাকা, পূর্ব বর্ধমানের বেশিরভাগ মানুষই কৃষি কাজের ওপর তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু গতবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সময়ে আলু মাঠে বসাতে পারা যায়নি আবার কারো কারো সময়ে আলু বসালেও সেই আলু প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠেতেই নষ্ট হয়ে যায়। কিন্তু এ বছর সময় আলু বসানো হয়েছে সেই আলু মাঠেতে অনেকেরই ফলন কম হচ্ছে। অন্যদিকে আলুর দামও নেই মাঠে তার ফলে পূর্ব বর্ধমানের কৃষকদের মাথায় হাত পড়েছে। কিভাবে সংসার চালাবে সেই নিয়ে চিন্তায় কৃষকরা। জামালপুরে আলুর দাম না হওয়ায় কৃষকরা মাঠেতে এখনো আলো রেখে দিয়েছে এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যদি আলুর দাম না হয় তাহলে মাঠেতেই আলু রেখে দেবেন বলছেন কৃষকরা। হাজার হাজার টাকা খরচা করে আলুর ওষুধ কিনে আলু চাষ করেন কৃষকরা,যদি আলু সঠিক মূল্য না পাওয়ায় অনেক সময় কৃষকরা আত্মহত্যাও করেছে এবছর দাম না পাওয়ায় কৃষকরা ক্যামেরার সামনে আত্মহত্যার কথা বলছেন, কেননা ধার দেনা করে আলু চাষ করেছেন তারা। কিন্তু আলু সঠিক দাম পাচ্ছেন না কৃষকরা। অন্যদিকে বাজারে আলুর দাম খুবই কম, কেজি দশ টাকায় বিক্রয় হচ্ছে। যদি বাজারে ১০ টাকা বিক্রয় হয় আলু তাহলে মাঠে কৃষকরা কত দাম পাচ্ছে সেটাই এখন প্রশ্ন।

Developed by