পূর্ব মেদিনীপুর:- বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ্য ভাতা- সহ নানা দাবীতে কর্মবিরতির ডাক সরকারি কর্ম চারীদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা দায়রা আদালতের সামনে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে তমলুক আদালত চত্বরে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কর্মবিরতীর ডাক দিয়েছেন তারা। তাদের দাবি, দ্রুত ডি এ প্রদান করতে হবে। তা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।