পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ২০২৩, আয়োজনে কুয়াশা মিউজিকাল কলেজ। এ দিনের অনুষ্ঠানে সকাল থেকেই চলে অঙ্কন, নৃত্য, ও গানের প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান, এবং অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগরওয়াল সহ বিশিষ্টরা।