Breaking
24 Dec 2024, Tue

দীঘায় চুরির ঘটনা তদন্তে নেমে পুলিশের হাতে ধরা পড়লো চোর

পূর্ব মেদিনীপুর:– আবারও চুরির অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের সৈকত সুন্দরী দীঘা। যেখানে দিনে দিনে বেড়ে চলেছে চুরির ঘটনা। যার দরুন সজাগ হয় দীঘা থানার পুলিশ প্রশাসন। জানা যায়, গত কয়েক দিন আগে দীঘা বর্ডার লাগোয়া দত্তপুকুর মৌজায় সিসি এ্যাকুয়া প্রাইভেট লিমিটেড ইলেকট্রিক কেবিল লাইন চুরি হয়। কর্তৃপক্ষ দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। শনিবার রাতে অভিযান চালিয়ে দীঘা বর্ডার লাগোয়া দত্তপুর থেকে অজু বেরা ও লক্ষণ বেরা নামে দুই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার সকালে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে জানানো হয়, ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। দিঘা থানা সূত্রের খবর, অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে এই চুরির ঘটনায় আরো কোনো চক্র জড়িত রয়েছে কিনা তদন্তে করে দেখবেন পুলিশ। কিন্তু এই ঘটনা প্রথমবার নয়। আগেও বারংবার এমন চুরির ঘটনা ঘটেছে দিঘায়। তবে, দীঘার মত এক জায়গা, যা সৈকত সুন্দরী নামে খ্যাত এবং যেখানে পুলিশের কড়া নিরাপত্তা প্রতিনিয়ত, সেখানে কি ভাবে ঘটছে চুরির ঘটনা। তা নিয়েই উঠছে অনেকেই পুলিশি উদাসীন তাকেই দায়ী করছেন।

Developed by