Breaking
24 Dec 2024, Tue

হস্তিশাবকের অস্বাভাবিক মৃত্যু সাঁকরাইলে!

হস্তিশাবকের অস্বাভাবিক মৃত্যু হল সাঁকরাইলে। গতকাল রাতে দুবছর বয়সী পুরুষ হস্তিশাবকের দেহ উদ্ধার হয়েছে ধান জমি থেকে। সাঁকরাইল ব্লকের সাতভান্ডারি গ্রামের জমিতে হস্তিশাবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলাইকুন্ডা রেঞ্জের বনদপ্তরের অফিসাররা। ঘটনাস্থলে হাতির মুখে বিদ্যুৎ তার ও বাঁশের খুঁটি পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হস্তিশাবকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর বনবিভাগ। হাতির দলটি হাড়িভাড়া থেকে সুবর্ণরেখা নদীর তীরের দিকে যাচ্ছিল। ওই সময় ঘটনাটি ঘটে। খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন,’হাতির ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে, আমরা বিভাগীয় তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্টে যদি বিদ্যুৎস্পৃষ্ট এর বিষয় থাকে তাহলেই অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

Developed by