পূর্ব মেদিনীপুর:- এক ট্রেকার মালিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। নিজের বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছেছে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর থানা এলাকার কোটলাউড়ি গ্রামের বাসিন্দা প্রতাপ রায়। ৫৭ বছর বয়সী এই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পেশাল ট্রেকারের চালক ও ট্রেকার মালিক প্রতাপের স্ত্রী ও কন্যা হাওড়াতে থাকেন। আজ তার নিজের বাড়ির বারান্দায় বাড়ির কড়িকাঠ থেকে নাইলনের দড়িতে ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, নারকেল গাছের দখল নিয়ে ভাইয়ে ভাইয়ে জোর গন্ডগোল হয়েছিল গতকাল। আজ সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভগবানপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।