পূর্ব বর্ধমান:- শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের একশো আট শিব মন্দিরে জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন। আসেন ভিন রাজ্যের ভক্তরাও। দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে একশো আটটি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। শিবরাত্রি উপলক্ষে সাত দিনের মেলা বসে মন্দির ও তার আশপাশ এলাকায়।
নামে একশো আট শিব মন্দির। আছে একশো ন’টি। জপমালার মতো আছে একশো আটটি মন্দির। বাকি একটি একটু দূরে, গলার হারে লকেটের মতো। বর্ধমানের একশো আট মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় দুশো তিরিশ বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানি বিষণকুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল।
এদিন ১০৮ শিব মন্দিরে নটরাজের মূর্তি শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াংকা সিংলা, তার সঙ্গে একটি মঞ্চ উদ্বোধন করলেন সাথে সাথে সাত দিন থাকবে মেলা সেই মেলারও শুভ সূচনা করলেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা। কার্যতঃ ১০৮ শিব মন্দির চত্বর পরিদর্শন করে পুজো দিলেন জেলা শাসক। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা যেতে পারে কিনা সেই বিষয় নিয়েও বিস্তারিত জানালেন মুখোমুখি জেলা শাসক প্রিয়াংকা সিংলা।