ভঙ্গুর পরিকাঠামো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। রেফার রোগের তকমা লেগেছে এই হাসপাতালে। জরুরি পরিষেবা নিতে আসা রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। সোমবার সকালে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি হাসপাতাল সুপারের কাছ থেকে বিস্তারিত সমস্যা জেনে নিন। এক্সরে ও ইউ এস জি মেশিন-সহ প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সাংসদ তহবিলের অর্থে কিনে দেবার এদিন প্রতিশ্রুতি দিলেন সাংসদ অর্জুন সিং। হাসপাতালের মান-উন্নয়নের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিলেন সাংসদ।