বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পুলিশকে অতি সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু অপরাধীদের নজর থেকে বাদ পড়ছে না রাজ্যের বেশ কয়েকটি জেলা। ভাটপাড়া জগদ্দলের বিভিন্ন এলাকা থেকে গোপনে তল্লাশি করে বেশ কয়েকদিন ধরে প্রচুর সংখ্যক বোমা উদ্ধার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়ার বন্ধ থাকা পেপার মিলের পরিত্যক্ত মাঠে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ১৭ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে অপরাধীদের দমন করার জন্য আগামী দিনে এরকম গোপনে তল্লাশি অভিযান আরও জারি থাকবে।