Breaking
23 Dec 2024, Mon

কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে বাঁকুড়া থেকে এক শিল্পপতিকে গ্রেফতার করল ঝাড়খন্ড পুলিশ!


——————-*————
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়ার এক শিল্পপতিকে বাঁকুড়া থেকে গ্রেফতার করল ঝাড়খন্ড পুলিশ। ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় ঝাড়খণ্ড পুলিশ। আদালত এক দিনের ট্রানজিট রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেছে।পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার একটি টিএমটি বার তৈরীর কারখানার মালিক ভবানী মুখোপাধ্যায়। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই শিল্পপতির বিরুদ্ধে ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানায় প্রতারনা ও বিস্বাসভঙ্গের অভিযোগ করেন ধ্রুব নারায়ন নামের আরেক শিল্পপতি। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে চাস থানার পুলিশ। আদালত থেকে ভবানী মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারী হলেও তাঁকে কিছুতেই হাতের নাগালে পাচ্ছিল না চাস থানার পুলিশ। আজ মোবাইল টাওয়ার লোকেশান ট্র‍্যাক করে চাস থানার পুলিশ জানতে পারে ভবানী মুখোপাধ্যায় পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। এরপরই চাস থানার পুলিশ ভবানী মুখোপাধ্যায়ের গাড়িকে ধাওয়া করতে শুরু করে। বাঁকুড়া শহরের অদূরে ওই শিল্পপতির গাড়িকে ধরে তাঁকে গ্রেফতার করে ঝাড়খন্ড থানার পুলিশ। এরপরই ওই শিল্পপতিকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ঝাড়খন্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের দাবী ওই শিল্পপতির বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিল্পপতি তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।

ছবি :প্রতীকী

Developed by