শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে মমতা দিদির রাজে যে গরুপাচার,কয়লাচুরি,শিক্ষায় ঘোটালা করে সেই সব লোকদের উনি বীর পুরুষ বলছেন। এইটা শুধু পশ্চিমবঙ্গেই সম্ভব মমতা দিদির রাজে। পশ্চিমবঙ্গে এমন সময় আসবে মমতা দিদির সরকার চালানোর জন্য মন্ত্রীদের আকাল পড়বে এক এক করে জলে যাবে। আর সব মন্ত্রীরা দুর্নীতি করেছে যে দুর্নীতি নেতা জেলে আছে সেই ইডিকে বয়ান দিচ্ছে এক এক জেলা থেকে পুলিশ স্কোট করে টাকা নবান্ন পৌছাতো। এর থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গে ছয় লাখ কোটির ৠণ হয়নি।