Breaking
23 Dec 2024, Mon

ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের

ছাগলে বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র কোরে বচসার সৃষ্টি হয় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে, পরবর্তী সময়ে যা হাতাহাতিতে পরিণত হয়। এবং এই ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হন নায়েক মন্ডল নামের ৬৯ বছরের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। এরপর একাধিক হাসপাতাল ঘুরে ঘটনার ১৩ দিনের মাথায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গত ৯ ই আগস্ট নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়। রবিবার মৃত নায়েক মন্ডলের নিথর দেহ এসে পৌঁছায় চর কাষ্ঠশালীর বাড়িতে। মৃতদেহ পৌঁছানোর পর মৃতের পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাযায়, ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। এরপর প্রথমে তাঁকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষমেষ তাঁর চিকিৎসা চলছিল কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। এইদিন সকালে সেখানেই মৃত্যু হয় নায়েক মন্ডলের। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Developed by