মনিপুরে ভূমিধসের ঘটনায় ১০৭ টেরিটোরিয়াল ব্যাটেলিয়ানের তিনজন শহীদ জওয়ানদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে সম্মান দেওয়া হল বাগডোগরা ব্যাঙডুবি সেনা ছাউনীতে। রবিবার মনিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে নামার পর ব্যাঙডুবিতে গান স্যালুটের মাধ্যমে সম্মান করা হয় শহীদ জওয়ানদের। এদিন উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একাধিক ব্যাটেলিয়ানের প্রধানরা, শিলিগুড়ির মহকুমাশাসক, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। পরে শহীদ জওয়ানদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।