Breaking
23 Dec 2024, Mon

এক মহিলাকে ধর্ষণ করে গর্ভবতী করার অভিযোগে গোলাম মোস্তাফাকে গ্রেপ্তার করল বিনপুর থানার পুলিশ!


জেএনএফ ওয়েব ডেস্ক : এক মহিলাকে ধর্ষণ করে গর্ভবতী করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম গোলাম মোস্তাফা। চব্বিশ বছরের ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মহারাজপুর গ্রামে। গত ২৪ মে গোলাম মোস্তাফার নামে বিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাতাশ বছরের এক মহিলা। অভিযোগ পত্রে মহিলা জানিয়েছেন,‘গোলাম মোস্তাফা কয়েক বছর ধরে আমাদের এলাকায় পিকআপ ভ্যান চালাত। আমাকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ওর প্রতি বিশ্বাস অর্জন করায়। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধে গত এক বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি করে। এর ফলে আমি গর্ভবতী হইয়া পড়ি।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাম মোস্তাফা বিবাহিত। তার বাড়িতে এক স্ত্রীও আছে। বিনপুর থানার পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও ধর্ষণের ধারায় গোলামের বিরুদ্ধে মামলা রুজু করে। পুলিশ ওই মহিলাকে হাসপাতালে পরীক্ষা করানোর পর চিকিৎসক জানিয়েছে, ওই মহিলা সাত মাসের গর্ভবতী রয়েছেন। পুলিশ গত ৭ জুন বিকেলে দহিজুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে গোলাম মোস্তাফাকে। বুধবার ধৃতকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক সুমিত অধিকারির এজলাসে তোলা হয়। বিচারক ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Developed by