আবারও গুলিবিদ্ধ তৃণমূল নেতা। 4 দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে। নদীয়ার তেহটটো থানা বিনোদ নগর এলাকার ঘটনা। জানা যায় বিনোদ নগর এলাকার বাসিন্দা আজিজুল শেখ এলাকার সক্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এর আগে তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন। পাশাপাশি প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। জানা যায় বিনোদ নগর এলাকার তার একটি কাপড়ের দোকান রয়েছে। গতকাল রাতে প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক তখনই বিনোদপুর হাই স্কুলের কাছে 4 জন দুষ্কৃতী হঠাৎ তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজে ছুটে আসে এলাকাবাসীরা। এসে তাকে রক্তাক্ত অবস্থায় আজিজুল শেখ মাটিতে পড়ে রয়েছে। ঘড়ি প্রথমে তাকে তেহটটো মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা আজিজুল শেখ। প্রতিবেশী হারুন মিশ্র বলেন, এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তার কারণ ব্যবসায়ী কোন শত্রুতা নেই আক্রান্ত তৃণমূল নেতার। দীর্ঘদিন তৃণমূল করার কারণেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহটটো থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তদন্ত শুরু করেছে পুলিশ।