জেএনএফ ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের রানী রূপমঞ্জরী দেবী। শনিবার বিকেল সাড়ে চারটায় তিনি কলকাতায় বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। ঝাড়গ্রাম মল্লদেব রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, আধুনিক ঝাড়গ্রামের রূপকার রাজা নরসিংহ মল্লদেবের দ্বিতীয় স্ত্রী রানী রূপমঞ্জরী দেবী। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে কলকাতায় এবং ছোট মেয়ে ওড়িশার কটকে থাকেন। রানী রূপমঞ্জরী দেবী কলকাতায় থাকলেও পারিবারিক অনুষ্ঠান কাজে ঝাড়গ্রামে আসতেন। গত দশ দিন ধরে তিনি বয়সজনিত অসুখে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে কোমায় চলে গেলেও সেখান থেকে জ্ঞান ফিরেছিল। তারপর দ্বিতীয়বার ফের কোমায় চলে যাওয়ার পর এদিন বিকেল সাড়ে চারটায় প্রয়াত হন। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কিন্তু পারলৌকিক কর্ম ঝাড়গ্রামে সম্পন্ন হবে বলে খবর।