Breaking
23 Dec 2024, Mon

সরকারি জেলা হাসপাতালে বাথরুমেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা

নদীয়া কৃষ্ণনগর :- সরকারি হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ মহিলা।শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা।সূত্রে খবর ফিমেল মেডিক্যাল ওয়ার্ড এ এক বৃদ্ধা মহিলা হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নাম ভানুমতী সরকার বয়স 60 বছর। হাঁসখালি থানার জয়পুর এলাকার বাসিন্দা। চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধা মহিলা। আজ বাথরুমের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় রোগীর আত্মীয়রা। তারপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলেএসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কি কারণে হাসপাতালের শৌচালয় এর মধ্যে আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয় । পরিবার সূত্রে খবর দীর্ঘ দিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। সেই কারণে মানসিক অবসাদ এই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যদিও এই ঘটনা নিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসইউসিআই সংগঠন। তাদের দাবি চিকিৎসার গাফিলতিতে কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী কোলের হয়েছেন তিনি। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ। পাশাপাশি বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Developed by