Breaking
23 Dec 2024, Mon

পাঁচ দফা দাবি নিয়ে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি

শনিবার পাঁচ দফা দাবি নিয়ে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি। এদিন ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের সামনে থেকে মিছিল করে এবং ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুণাভ দাসকে স্মারকলিপি দেন। তাদের দাবি গুলো হল স্বাস্থ্য কেন্দ্র জেনারেটারের সমস্যা,পানীয় জন ও শৌচালয়ের সমস্যা,রোগীদের বিভিন্ন নমুনা পরীক্ষার সমস্যা সহ একাধিক দাবি। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির নেতা কর্মীরা। এই বিষয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন যে এদিন আমরা একাধিক দাবি নিয়ে নিয়ে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিকে স্মারকলিপি দিলাম। এবং তিনি সমস্ত কিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুণাভ দাস বলে এদিন স্মারকলিপি দিয়েছে। আমরা উদ্ধতর্ন কর্তৃপক্ষকে জানাবো।

Developed by