Breaking
23 Dec 2024, Mon

স্বাদে আহ্লাদে বাঙালিয়ানার সেরা ঠিকানা ‘১৩ পার্বণ’মোবাইল নম্বর 8637348959

বাঙালির বারো মাসে ১৩ পার্বণ!
বাঙালির স্বাদে ও রসনায় ভরা তৃপ্তি নিয়ে এবার ঝাড়গ্রাম শহরের পথচলা শুরু হল
‘১৩ পার্বণ, তোমায় খাওয়াবো যতনে’।
স্বাদে আহ্লাদে বাঙালিয়ানার সেরা ঠিকানা ‘১৩ পার্বণ’।
এখানে পাবেন হারিয়ে যাওয়া বাঙালির রান্নার পাশাপাশি চাইনিজ ও মোগলাই। বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও অর্ডার অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। সঙ্গে রয়েছে মন পসন্দ হোম ডেলিভারী খাবার।
বিশেষ বিশেষ কিছু রেসিপি যা আপনি এখানেই পাবেন যেমন মোচার অরণ্যসুন্দরী,কুমড়ো পাতায় চিংড়ি সুন্দরী ,কাতলার সাগরিকা,লাউয়ের পায়েস এছাড়াও আরও অনেক রেসিপি যা অর্ডার করলেই পাবেন তাই আজই যোগাযোগ করুন ‘১৩ পার্বণ’, তোমায় খাওয়াবো যতনে। ঠিকানা- বেনাগেড়িয়া, ঝাড়গ্রাম শহর। প্রোপাইটার রাখী মান্না ও রাহুল মান্না। মোবাইল নম্বর 8637348959

Developed by