ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় শ্রমিক দিবসের দিনেই পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন শ্রমিক, তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার সিংহাটি ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর। জানা যায় মুর্শিদাবাদের বেশ কিছু শ্রমিক তারা হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করতো দীর্ঘদিন ধরেই। সামনে ঈদ। এই কারণেই ঈদের ছুটি নিয়ে তারা হাওড়া থেকে একটি লরিতে করে মুর্শিদাবাদে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি ৩৪ নম্বর জাতীয় সড়কে কাছে এসে উল্টো দিক থেকে একটি লরি সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে পথচারী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। প্রাথমিকভাবে তারাই তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রত্যেকের চিকিৎসা শুরু করেছে চিকিৎসক। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হন। তবে প্রাণহানির কোন খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুবুলিয়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের তত্ত্বাবধানে কিছুক্ষণ পর যান চলাচল নিয়ন্ত্রণে আসে। তবে শ্রমিক দিবসের দিন এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।