Breaking
23 Dec 2024, Mon

ক্ষতবিক্ষত অবস্থায় অর্ধনগ্ন মহিলা মৃতদেহ উদ্ধার

এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত স্বর্ণখালী এলাকায় মাথাভাঙ্গা নদীতে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ! আজ সকালে স্বর্ণখালী এলাকার সাধারণ মানুষ নদীর ঘাটে নামতেই দেখতে পায় কচুরিপানার মধ্যে জলে ভাসছে একটি মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। তৎক্ষণাৎ কৃষ্ণগঞ্জ থানাকে খবর দেওয়া হয়। পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। জানা যায় এই নদীটি বাংলাদেশ থেকে দশ কিলোমিটার পর স্বর্ণখালী তে প্রবেশ করে এই মাথাভাঙ্গা নদী।কি ভাবে কোথা থেকে এই মৃতদেহটি ভেসে এলো তা পষ্ট নয়। মহিলা কে খুন করে জলে ফেলে দিয়েছে না কি স্নান করতে নেমে জলে ডুবে গেছে? অথবা বাংলাদেশ থেকে ভারতে ভেসে এসেছে এখনো পর্যন্ত তা কোনটাই স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মৃতদেহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় না জানা গেল অন্য জায়গা থেকে চলে আসতে পারে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনার তদন্ত শুরু করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।। মৃতদের টি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

Developed by