বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির রথখোলা মোড় এলাকায় বেসরকারি বাস ও পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষ। এই ঘটনায় আহত দুজন। জানা গিয়েছে যে এদিন বিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল পিকঅ্যাপ ভ্যানটি। এবং যাত্রীবাহি বেসরকারি বাসটি যাচ্ছিল। ঠিক সেই সময় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসে পেছনে স্বজরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে পিকঅ্যাপ ভ্যানটি। এবং আহত হয় পিকআপ ভ্যানের চালক ও অন্য একজন। এর এই দেখে তরীঘরী স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থান অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অপর দিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এবং পুলিশ দূর্ঘটনাগ্রস্থ বাস ও পিকঅ্যাপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মাছ কুড়ানো নিয়ে ভিড় দেখা যায় স্থানীয়দের।