মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেভাবে মানুষকে সহযোগিতা করে চলেছে ঠিক সেরকমই দুঃস্থ মানুষদের পরিবারের লোকজনের মৃত্যুর পর ক্রিয়াকর্মাদি করার জন্য সমব্যাথী প্রকল্পের সূচনা করেন । আর তাতেই অনেক অসহায় পরিবার সেই প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছেন। সেরকমই নদীয়ার শান্তিপুরের বাঁগাছরা গ্রাম পঞ্চায়েতে সমব্যাথী প্রকল্পের টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী । আজ সাতসকালেই বাঁগাছরা গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে আর্ত পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিলেন তিনি । আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁগাছরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারা এবং পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক গন ।