Breaking
23 Dec 2024, Mon

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার পাঠ দিলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু


জেএনএফ ওয়েব ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার পাঠ দিলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র আয়োজন করেছে ভারত সরকার। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যা সাড়ম্বরে পালিত হচ্ছে। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারমধ্যে অন্যতম হল বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত হওয়া ‘রবীন্দ্রনাথের স্বদেশ ও রাষ্ট্রভাবনা’। বুধবার ১৩ এপ্রিল দুপুরে ওয়েবিনারের শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। উপাচার্য বলেন,‘রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ বলেননি। তার বদলে তিনি অনেক বেশি নেশন বলেছেন। আমরা যে জাতীয়তাবাদ বলি সে সম্পর্কে অনেক গানও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’ তারপরে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সরোজকুমার পান। অনুষ্ঠানে তিনজন বক্তা সহ অতিথি এবং গবেষক-পড়ুয়াদের স্বাগত জানিয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সরোজকুমার পান বলেন,‘রবীন্দ্রনাথ সারস্বত সাধক মাত্র নন, বাঙালি জাতি সত্ত্বার প্রতিনিধি।’ বিশ্ববিদ্যালয়ের আর্টস ও কর্মাস বিভাগের ডিন তপনকুমার দে বলেন,‘রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার মূলে রয়েছে মানবতাবাদ।’ তারপরেই ওয়েবিনারের মূল বক্তারা তাঁদের গবেষণাধর্মী আলোচনা করেন। ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা নন্দিতা বসু, বাংলাদেশের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন রায়। তাঁরা ‘রবীন্দ্রনাথের স্বদেশ ও রাষ্ট্রভাবনা’র উপরে মনোজ্ঞ আলোচনা করেন।

Developed by