Breaking
23 Dec 2024, Mon

প্রাত ভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত এক মহিলা। ঘটনাটি নবদ্দীপ শহরে


প্রতিদিনের মত প্রাতঃভ্রমণ বেরিয়েছিলেন নবদ্দীপ ১৮নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বছর ৪৫এর এক মহিলা। মহিলার নাম রানু বৈরাগ্য।বাসস্ট্যান্ডের কাছে একেবারে কানের পাশে গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। ওই মহিলাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। সাতসকালে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে। জানা যায় আড়াই বছর আগে তার স্বামী মারা যায় এক ছেলে এক মেয়ে এবং তিনি পরিচারিকা কাজ করতেন। গত একমাস ধরে একটি বাড়িতে রান্নার কাজ করতেন। ওই গৃহবধূর পরিবারের দাবি তার কোনো শত্রু ছিল না। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এর পাশাপাশি কে বা কারা কি কারণে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি করে খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Developed by