Breaking
23 Dec 2024, Mon

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রবিশঙ্কর হলে তিন দিনব্যাপী পট প্রদর্শনী ও মেলার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতীম বসু


জেএনএফ ওয়েব ডেস্ক : মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রবিশঙ্কর হলে তিন দিনব্যাপী পট প্রদর্শনী ও মেলার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতীম বসু। আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শণী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক তপন কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, নিবন্ধক ড. জয়ন্তকিশোর নন্দী, ‘আর্ট এণ্ড লিটালেচর কমিটির’ সভাপতি অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়া-গবেষক। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে বছরভর যে কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় তারই অঙ্গ হিসেবে এই প্রদর্শনী ও মেলা। আগামী ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল লোকশিল্প মেলা এবং আগামী ২৪ মে থেকে ২৫ মে হবে লিট্ল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীরা ছাড়াও বাঁকুড়া, বীরভূমের মত বাংলার বিভিন্ন প্রান্তের পটশিল্পীরা তাঁদের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। শিক্ষাঙ্গণে এ ধরনের প্রথম পটচিত্রের মেলার উদ্যোগ দেখে খুশি বর্ষীয়ান পটশিল্পী শ্যামসুন্দর চিত্রকর। তিনি তাঁর বক্তব্যেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এহেন প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এধরনের মেলার মূল উদ্দেশ্যে হল,বর্ষীয়ান ও নবীন প্রজন্মের পট শিল্পীদের একত্রিত করা এবং বিভিন্ন সামগ্রী বিক্রির মাধ্যমে শিল্পীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতীম বসু তাঁর বক্তব্যে বলেন,‘বাংলা তথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যের বাস্তবায়নে ইতিমধ্যে আমরা মিউজিয়াম গড়ে তুলেছি। বর্তমানে এই মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিচিত পিংলা, চণ্ডীপুর, নাড়াজল ও দাসপুরের পটের সঙ্গে তুলনামূলক ভাবে অপরিচিত বাঁকুড়ার ভরতপুর বা বীরভূমের ইটাগড়িয়ার পট শিল্পীদের একত্রিত করেছি।’

Developed by