Breaking
23 Dec 2024, Mon

ঠাকুরবাড়ি থেকে নির্বিঘ্নে ফিরেই জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচার মতুয়া সম্প্রদায়ের

ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার  মতুয়া মেলা থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হবার ঘটনা সংবাদ শিরোনামে রয়েছে।
তবে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম শহর থেকে যে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদের মূল মন্দিরে গিয়েছিলেন তারা সবাই নির্বিঘ্নে ফিরেছেন,এবং  ফিরেই মতুয়া ভক্তদের ছোটো ছোটো দল জলপাইগুড়ি শহর সহ আশপাশের গ্রামে গুরুদেবের আদর্শ প্রচারের পাশাপাশি শান্তি সভার আগে নগর কীর্তিন করে চলেছে।
রোববার জলপাইগুড়ি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে এমনই এক নগর কীর্তনের শোভাযাত্রা দেখা যায়, এই প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের পক্ষে সমরেশ বিশ্বাস জানান, ঠাকুর বাড়ি থেকে ফিরে এলাকায় একটি শান্তি সভা করা হয়ে থাকে এবার ও তারই অঙ্গ হিসেবে মতুয়া সম্প্রদায়ের বিশেষ বাদ্য যন্ত্র বাজিয়ে কীর্তিন করে শান্তি সভার প্রচার চলছে।

Developed by