Breaking
1 Nov 2024, Fri

অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় পরীক্ষার একদিন আগে অ্যাডমিট হাতে পেল দিনহাটার ৫ ছাত্র

, কোচবিহারঃ অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় পরীক্ষার প্রাকমুহূর্তে অ্যাডমিট হাতে পেল দিনহাটার ৫ ছাত্র। এদিন দিনহাটা সাহেবগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন ওই পাঁচ ছাত্রের হাতে অ্যাডমিট তুলে দেন। অভিযোগ, গত ২৮ শে মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দেওয়ায় দিন ছিল। স্কুলের সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিট পেলেও বেশ কয়েকজন ছাত্র অজানা কারণে অ্যাডমিট পাননি। তারপরেই তারা আতঙ্কিত হয়ে পরেন এবং স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হন। এরপর প্রধান শিক্ষকের তৎপরতায় এদিন ওই ৫ ছাত্র হাতে অ্যাডমিট পান।

জানা যায়, ওই ছাত্ররা সময় মতো অ্যাডমিটের ফরম ফিলাপ না করায় তাদের অ্যাডমিট আসেনি। পরীক্ষার আগ মুহূর্তে এডমিট না পেয়ে হতভম্ব হয়ে যান ওই ৫ ছাত্র। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারস্থ হন তারা। পরীক্ষার আগে অ্যাডমিট এর ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানায় ছাত্ররা। এর পরেই তত্পর হয় বিদ্যালয় কর্তৃপক্ষ, পর্ষদের সাথে দ্রুত যোগাযোগ শুরু করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খুব অল্প সময়ের যোগাযোগেই আজ বিদ্যালয়ে এসে পৌঁছায় ছাত্রদের অ্যাডমিট কার্ড। এরপর ছাত্রদের হাতে অ্যাডমিট তুলে দেন প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন। মাত্র তিনদিনের মধ্যেই অ্যাডমিট হাতে পেয়ে খুশি ওই ছাত্ররা।

Developed by