এদিন নদীয়ার নবদ্বীপ শহরের ২০ নং ওয়ার্ডের তেঘড়ি পাড়া এলাকায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নবদ্বীপ থানার যৌথ প্রোচেষ্টায় উদ্ধার হল অটোমোবাইলের নকল সামগ্রী।
উদ্ধার হওয়া সামগ্রী টাটা কোম্পানির নামে বিক্রি করা হত।এদিনের এই অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ছিলেন অভিযোগকারী সংস্থার অপারেশন ম্যানেজার আনসার খান,। তিনি জানান উদ্ধার হওয়া সামগ্রী ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি তিনি আরও বলেন দীর্ঘ দিন ধরে তাদের সংস্থার নাম করে নকল সামগ্রী বাজারে বিক্রির অভিযোগ পাচ্ছিলো তারা। গোপন সুত্রে খবর পেয়ে এদিন তারা নবদ্বীপ রেলগেট এলাকায় অভিযান চালিয় মা পোড়ামা অটো সেন্টার নামক দোকান থেকে উদ্ধার করা হয়
25 টি নকল টাটার ডি ইএফ কন্টেইনার।
গ্রেফতার করা হয় দোকান মালিক জগৎবন্ধু ঘোষকে।সামগ্রিক ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন। আজ অভিযুক্ত দোকানের মালিক কে আদালতে পাঠায় পুলিশ।