Breaking
23 Dec 2024, Mon

তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা লক্ষ্য করে গুলি, রক্তাক্ত তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার হাঁসখালি থানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা যায় হাঁসখালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা বাসিন্দা সহদেব মন্ডল। স্ত্রী অনিমা মন্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজ তিনি যখন মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই এলাকারই বেলতলা পাড়া স্কুল মাঠের কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা সহদেব মন্ডল। গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরেই রক্তাক্ত অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী সহদেব মন্ডল কে তড়িঘড়ি বগুলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন তিনি। এ বিষয়ে প্রতিবেশী এক তৃণমূল কর্মী বরকোতালী দফাদার বলেন, এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রয়েছে। যেহেতু তিনি তৃণমূল কারেন সেই কারণে হিংসার বসতো এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।

Developed by