পূর্ব মেদিনীপুর:– বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার একটি সভাকক্ষে জেলা ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে উন্নত ফটোগ্রাফির ওপর বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। জানা গিয়েছে এইদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭০ জন চিত্রগ্রাহক অংশ নেয় এই কর্মশালায়।মূলত এই কর্মশালায় উন্নত ফটোগ্রাফি ও নতুন নতুন ক্যামেরায় কি প্রযুক্তি আসছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে এক কর্মকর্তা জানান মূলত এই ধরনের কর্মশালা বড় বড় টাউনশিপে হয়ে আসছে, যদি আমরা ছোট ছোট টাউনশিপ এ ধরনের প্রোগ্রাম করি তাহলে লোকাল ফটোগ্রাফাররা এই কাজে আরো দক্ষ অর্জন করবে, কম সময়ের মধ্যে ভালো ছবি কিভাবে পেজেন্ট করবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়।