কাগজপত্র বৈধ থাকায় জলপাইগুড়ি বনবিভাগের হাতে আটক মোট সাতটি হাতি ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, অরুনাচল প্রদেশ থেকে সাতটি হাতি গুজরাটে নিয়ে যাবার পথে জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের তিস্তা চেকপোষ্টে বনকর্মীরা সেই হাতি বোঝাই ট্রাকগুলো আটক করেন মঙ্গলবার বিকেলে। গাড়িগুলোর চালক সহ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করেছিল বন দফতর।
এদিন হাতির সাথে থাকা ডাঃ জাহান আহমেদ বলেন, অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের রাধাকৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্দেশ্যে হাতি গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কাগজপত্র সব ঠিকঠাকই আছে। নিয়মমাফিক বনদপ্তর কাগজপত্র খতিয়ে দেখেছে। সব বৈধ কাগজপত্র থাকায় এ দিনই হাতিগুলো গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।