Breaking
23 Dec 2024, Mon

সোনা গয়না ধন-দৌলত নয়, সাইকেল মোটরসাইকেল চারচাকা গাড়ি ব্যাটারি, যন্ত্রাংশই পছন্দ হাতেনাতে পাকড়াও দুইচোর বর্তমানে শ্রীঘরে

নদীয়া:- শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে মহিষখাঁগী পাড়ায় প্রায়শই চোরের আনাগোনা লক্ষ্য করেন। কখনো সাইকেল কখনো মোটরসাইকেল কখনো বা চারচাকা গাড়ির ব্যাটারি বা অন্য কোন যন্ত্রাংশ চুরি যায় মাঝেমধ্যেই। তবে ধন-দৌলত সোনা গয়না কোন দিকেই লোভ নেই। গতকাল রাতে স্থানীয় মালতী সরকারের বাড়িতে রাখা মোটরসাইকেলের আশেপাশের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন মালতি দেবী এরপর রাস্তার উপরে রাখা একটি মোটরসাইকেলের উঠে চম্পট দিতে উদ্যত হয় ওই দুই সন্দেহভাজন দুই যুবক। স্থানীয় এলাকার সকলের সহযোগিতায় মোটরসাইকেল থেকে ধরে ফেলে, এলাকাবাসীর চাপের তারা স্বীকার করে দিনের বেলায় লোহা প্লাস্টিক টিনের ভাঙাচোরা এবং পুরনো বই খাতা কিনতে বেরিয়ে বাড়িতে রাখা যানবাহন কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে যায় এরপর সন্ধ্যেবেলায় অথবা রাতে এসে তা চুরি করে। এলাকাবাসীর চাপে স্বীকার করতে বাধ্য হয় কোথায় তা বিক্রি করে। এরপর শান্তিপুর থানায় খবর দেওয়ার পর তাদের দুজনকে আটক করে পুলিশ, জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে চুরি হওয়া যানবাহন গুলি ফেরত আনা যায় কিনা।

Developed by