Breaking
23 Dec 2024, Mon

তমলুক থানার পুলিশের বড়সড় সাফল্য, চুরি হয়ে যাওয়া ১৩০০ টিন ভোজ্য তেলের মধ্যে ৬৪০ টিন উদ্ধার, গ্রেপ্তার চার

পূর্ব মেদিনীপুর তুমলুক:– গত ২৮ ফেব্রুয়ারি তমলুক শহর থেকে সোয়াবিন তেল ভর্তি লরি ছিন তাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চার জনকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি তমলুক শহরের পদুমবসান এলাকায়। রাজেশ ঘোষ ওরফে লাল্টু ওই লরির খালাসী। বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের সন্তু মুখার্জি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার গোপালপুর গ্রামের শেখ রাজেশ, ও কাঁথি থানার দারুয়া সংলগ্ন শেখ কামু। ওই লরির মধ্যে ১৩০০ টিন ভোজ্য তেল ছিল। তারমধ্যে তমলুক থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত ৬৪০ টিন ভোজ্যতেল উদ্ধার করতে পেরেছে। বাকি তেল এর সন্ধানে তমলুক থানার পুলিশ। তমলুক থানা সূত্রে জানা গিয়েছে তমলুক থেকে ধুলাগর পর্যন্ত লড়াই চালিয়ে নিয়ে যায় রাজেশ ঘোষ, তারপর সেখান থেকে শেখ রাজেশ লরি নিয়ে কলকাতা হয়ে বাঁকুড়া নিয়ে চলে যায়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকদহ গ্রামে কয়েকটি ভোজ্য তেল নামানো হয়। সেখান থেকে সড়ক পথে অন্ডাল থানার অধীনে উখরায় একটি দোকানে ১৫১ টিন তেল বিক্রি করা হয়। তমলুক থানার পুলিশ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে ৬৪০ টিন ভোজ্যতেল উদ্ধার করেছে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ নেতৃত্বে তমলুক থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

Developed by