Breaking
23 Dec 2024, Mon

পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা,খুশির হাওয়া শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে

পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা। দিন কয়েক আগে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে। মা শিলা ও বাবা বিভান। শিলা ও বিভানের বয়স আট বছর। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে তিন দফায় সন্তান প্রসব করল শিলা। সাফারি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ১০ টি সন্তানের মা শিলা। যাদের প্রত্যেকেরই জন্ম শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আপাততভাবে বাচ্চারা ও মা উভয়ই সুস্থ রয়েছে। রাখা হচ্ছে কড়া নজরদারি। অপরদিকে খুশির হাওয়া শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে।

Developed by