Breaking
23 Dec 2024, Mon

পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যেই গেরুয়া ঝড় ,পূর্ব মেদিনীপুরে বিজেপির কর্মী-সমর্থকদের উল্লাস

– বৃহস্পতিবার পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হল। সূত্রের খবর, পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যেই গেরুয়া ঝড় বইতে শুরু করেছে। জয় হওয়ার ঠিক পরই পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে বিজেপির কর্মী-সমর্থকেরা এদিন নিজেদের মধ্যে আনন্দ উৎসবে মাতেন। বিজয় মিছিল করে, আবির মেখে, পটকা ফাটিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উৎসবে ভেসে যান। বিজেপি নেতৃত্বের কথায়, উত্তর প্রদেশ ও গোয়া রাজ্যের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি কথার ফানুস তৈরি করেছিল উত্তর প্রদেশের মানুষ দেখিয়ে দিয়েছে উত্তর প্রদেশের যোগী ও মোদি ছাড়া রাজ্য চালাবার জন্য কেউ নেই। এই পাঁচটি রাজ্যের মধ্যে চারটি হচ্ছে আমাদের সরকার রয়েছে তার মধ্যে তিনটি জায়গাতে আমাদের ভোটিং পার্সেন্টেজ ও সিট বাড়ছে।

Developed by