Breaking
23 Dec 2024, Mon

বিদেশি ভক্তসহ মায়াপুরের দুই ভক্তের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দোলের আগে এক বিদেশিনি ভক্তসহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী নবদ্বীপের মায়াপুরে। দুজনের নাম লীলা অবতার দাস বয়স ৩৫ ,অপর জনের নাম বিশ্বরূপ দাস বয়স ২১, প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগর, অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দুজনাই মায়াপুর ইসকনের ভক্ত। স্থানীয় সূত্রে জানতে পারা যায় সম্পর্কে দুজন নিজেদের ভাই-বোন বলে দাবি করা ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় আনুমানিক ছয়টার গঙ্গানগর এলাকায় একটি ছাড়ি গঙ্গায় সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি সম্ভবত ওই দুজনের মধ্যে কোন একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক সাড়ে দশটা নাগাদ। প্রথমে ওই যুবকের দেহ এরপর প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিদেশিনী ভক্তের দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দুই উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্দীপ থানায় নিয়ে আসা হয়। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে আদেও কি কারণে ওই দুই যুবক যুবতীর মৃত্যু ঘটলো।

Developed by