গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কলেজ মোড় এলাকায় অভিযান চালায় এসএসবি-র গোয়েন্দা ইউনিট এবং বন দপ্তরের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হাতির দাঁত। এরপর দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বুদু সামাদ(৫৪) নীতু লাল নাগাশিয়া(৫০)। বুদু চটহাট এবং নীতু তারবন্ধা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১৩৬ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এবং উদ্ধার হওয়া হাতির দাঁত নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে চোরাশিকারীরা হাতির দাঁত নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।