Breaking
23 Dec 2024, Mon

চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার রায়গঞ্জের মিকিমেঘা হাসপাতালে


চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। রোগীর মৃত্যুর জেরে আত্মীয়দের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়।রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রামপঞ্চায়েতের ছটপড়ুয়া এলাকায় এক বেসরকারি হাসপাতালে মাড়াইকুড়া এলাকার বাসিন্দা অদিতি দাস(৭) নামে এক শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।পরিবারের দাবি  বৃহস্পতিবার রাতে ছোট একটি অপারেশন করা হয়েছিলো, এরপর বাড়ির লোক আজ সকালে জানতে পারে শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে বাড়ির লোক।ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বাড়ির লোক। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে।

Developed by