Breaking
24 Dec 2024, Tue

তৃণমূলের আখ্যা ‘ঝি’ এর ছেলে, সেই ‘ঝি’ এর ছেলেই তৃণমূলকে হারিয়ে আবির খেললো

ভোটের দিন তৃণমূলের কাউন্সিলর বলেছিল ঝি এর ছেলে তুই আবার কি জিতবি, কিন্তু ফল ঘোষণার পর সেই তৃণমূল কাউন্সিলর কে হারিয়ে আবির খেললো ঝি এর ছেলে। নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডে চাষাপাড়া বাসিন্দা রূপ ঘোষ। ছোটবেলায় অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যান। মা দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করে। রূপ ঘোষ কিছুটা বড় হতে বন্ধুরা তাকে ফুটপাতে একটি দোকান করে দেয়। এর পরেই তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কয়েকবার দলের টিকিট দেওয়া হবে বলেও তাকে দেওয়া হয়নি। মাঝে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু বিজেপিতে টিকিট না পেয়ে আবার জাতীয় কংগ্রেসের ফিরে আসে সে। অবশেষে আসন্ন পৌরসভা নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডে তার স্ত্রী উজ্জলা ঘোষ জাতীয় কংগ্রেসের প্রার্থী হন। তখনই তাকে কটূক্তির শিকার হতে হয়। ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা তাকে কার্যত ঝি এর ছেলে আখ্যা দেন। ভোটের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল কাউন্সিলর কে হারিয়ে তার স্ত্রী জয়লাভ করে। জয়লাভের পর তার সেই ক্ষোভ দুঃখের কথা সাংবাদিকদের সামনে উগরে দেন। তিনি বলেন এই জয় সাধারণ মানুষের জয়। যেহেতু আমি দিনরাত সকলের পাশে থেকে কাজ করি সেই কারণে কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে জিতিয়েছে।

Developed by