বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ব্ল্যাক ভালচার পাখি উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার ২ পাচারকারি। সূত্রের খবর,নদীয়ার ভীমপুর থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মলুয়াপাড়া। এই এলাকার অধিকাংশ জায়গায় এখনও কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব হয়নি। এই সুযোগটাকে গ্রহণ করে ওই এলাকার এবং বাংলাদেশের সীমান্ত ঘেষা কিছু মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ চোরাচালান করে থাকে। এমনই খবর ছিল দীর্ঘদিন ধরে ভীমপুর থানার কাছে। গতকাল রাতে আনুমানিক ১টার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভীমপুর থানার আধিকারিকেরা মলুয়া পাড়ার সীমান্ত ঘেষা মাঠে অভিযান চালায়। অভিযান চালানোর সময় ছটি পাখি রাখার কাঠের বাক্স উদ্ধার হয়। জানা যায় ওই পাখির বাক্স গুলি মাথায় করে বাংলাদেশ থেকে বয়ে নিয়ে আসছিল মলুয়া পাড়ার উদ্দেশ্যে। পুলিশকে দেখে পাখির খাচা গুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়।। পাখিগুলো উদ্ধারের পর দেখা যায় সবগুলোই হলো মহামূল্যবান ব্লাক ভালচার। উদ্ধারকৃত পাখিগুলোর বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। ই পাখি কান্ডে গ্রেফতারকৃত আসামিদের নাম হলো আশীষ সিদ্ধা (২৩),অসিত সিদ্ধা (২১)। অভিযুক্তদের আজ নদীয়া কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতে তোলা হবে।