Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়ি মহকুমার মুন্সিবাড়ি এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়াল

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুন্সিবাড়ি এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে যে রবিবার রাতে ওই এলাকার একটি গরু হারিয়ে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজা খুঁজি করার স্থানীয় একটি চা বাগানের ভেতরে সেই গরুটির মৃতদেহ দেখতে পায়। এই খবরটি চাউর হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা জানিয়েছেন যে তারা ভয়ে রাতে বাড়ি থেকে বের হতে পারছেন না। তাই আমরা চাই বনদপ্তর এই এলাকায় এসে টহলদারি চালক। এবং চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতুক। প্রসঙ্গত ওই এলাকায় দু’বার বনদপ্তরের পাতা বাঘবন্দি খাঁচায় চিতাবাঘ উদ্ধার হয়।

Developed by