Breaking
1 Nov 2024, Fri

নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এসি কোচ টয়ট্রেন পরিষেবা শুরু হল

পাহাড়ের রানী দার্জিলিং। পাহাড় বেড়াতে এসে পাকদণ্ডী বেয়ে টয়ট্রেন সফর বরাবরই পর্যটকদের কাছে প্রিয়। তবে করোনা কালীন পরিস্থিতির জন্য বন্ধ ছিল পর্যটন স্থান গুলো ফলে প্রায় বেশ কয়েকদিন যাত্রীশূন্য ছিল টয় ট্রেন। সব কিছু কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড়। পর্যটকরা পাহাড়মুখি হচ্ছে। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে সামার ফেস্টিভ্যাল শুরর মধ্য দিয়ে এসি কোচ টয় ট্রেন পরিষেবা উদ্বোধন করেন ডিআরএম এস কে চৌধুরী। এদিন ডিআরএম জানান বিগত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রচুর পর্যটক এসেছে টয় ট্রেনের আনন্দ উপভোগ করতে এবং অনেক যাত্রীর অনুরোধ ছিল শীতকালে ঠান্ডার আমেজে টয় ট্রেন যাত্রা আনন্দের হলেও গ্রীষ্মকালে কর্শিয়াং পর্যন্ত যাত্রায় অনেকটাই গরম থাকে তাই যাত্রীদের অনুরোধকে মাথায় রেখে ১লা মার্চ অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিন থেকেই চালু করা হলো এয়ারকন্ডিশন টয়ট্রেন বগি। এছাড়া যাত্রীদের কথা ভেবে টিকিটের দামও কমানো হয়েছে।

Developed by